প্রতিদিন শত শত পর্যটক কক্সবাজার ভ্রমণ করতে আসে প্রিয়জনদের সাথে কিন্তু অনেকেই সঠিক তথ্য ও পরিকল্পনার অভাবে তাদের কক্সবাজার ভ্রমণ নিজের মন মতো করে উপভোগ করতে পারেন না। তাই সেই বিষয়টি চিন্তা করে আপনার কক্সবাজার ভ্রমণ গাইড হিসেবে কাজ করবে”প্রতিবেশী”

কোথায় থাকবেন, কী খাবেন, কোথায় খাবেন, কী কী দেখবেন, কিভাবে যাবেন, কোন গাড়ি নিয়ে যাবেন, কি কি সতর্কতা মেনে চলবেন সকল কিছু বিস্তারিত জানতে পারবেন প্রতিবেশী’র মাধ্যমে।

এই কক্সবাজার ভ্রমণ গাইড এ আপনি কি কি জানতে পারবেন?

  • কক্সবাজার ভ্রমণের সেরা সময়।
  • কিভাবে যাবেন।
  • কোথায় থাকবেন।
  • কোন কোন জায়গায় ঘুরতে যাবেন।
  • খাওয়ার জায়গা।
  • বাজেট টিপস।
  • সচেতনতা।

কক্সবাজার ভ্রমণের সেরা সময়:

যদিও কক্সবাজারে ঘুরতে যাওয়ার জন্য নিদিষ্ট কোন নিয়ম নেয় , সারা বছরই পর্যটকদের উন্মুক্ত। কিন্তু তারপরও নিদিষ্ট কিছু সময় বা মাস এইখানে আলাদা করে বর্ণনা করছি যাতে পছন্দ অনুযায়ী সেই সময়ে যেতে পারেন মতো।

শীতকাল ( নভেম্বর – মার্চ): এই সময় ঠান্ডা ও আরামদায়ক আবহাওয়া থাকে, আকাশ ও পরিষ্কার থাকে, ঘুরাঘুরির জন্য সবচেয়ে সেরা একটা সময়।

গ্রীষ্মকাল ( এপ্রিল – জুন ): এই সময় ভিড় কম থাকে কক্সবাজারে, তাই হোটেলে ভালো অফার পাওয়া যায়, কম দামে ও অনেক ভালো রুম পাওয়া যায়।

বর্ষাকাল ( জুলাই – অক্টোবর ): প্রাকৃতিক সবুজের সৌন্দর্য উপভোগের সময়।

কক্সবাজার আসার উপায়:

আপনার বাজেট ও সময় অনুযায়ী আপনি আপনার সুবিধা মতো কক্সবাজারে আসতে পারেন নিম্নের মাধ্যমে:

বাস: ঢাকা,চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কুমিল্লা সহ দেশের প্রতিটি জায়গা থেকে এসি/নন এসি বাস নিয়ে আসতে পারেন।

ট্রেন: সরাসরি ঢাকা,চট্টগ্রাম থেকে ট্রেনে আসতে পারেন।

বিমান: ঢাকা ও চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজারে বিমানে আসতে পারেন।

নিজস্ব গাড়ি: নিজস্ব গাড়ি নিয়ে ও কক্সবাজার আসতে পারেন।

ঠিক এই ভাবে আপনি কক্সবাজার থেকে যেতে ও পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top