কক্সবাজার হোটেল বুকিং

নিশ্চিন্তে ও নিরাপদে প্রতিবেশী’র মাধ্যমে করুন।

আগে হোটেল বুকিং, তারপর পেমেন্ট।

আগে বুকিং ফর্ম পূরন করবেন তারপর আপনার প্রয়োজন অনুযায়ী প্রতিবেশী টিম ২/৩ টা হোটেল সিলেকশন করে আপনাকে জানাবে এরপর সেখান থেকে আপনি যেটা বুকিং করতে বলবেন সেটা বুকিং করবে। বুকিং করার পর প্রতিবেশী’র পক্ষ থেকে “কনফার্মেশন” পাঠাবে। তারপর আপনি পেমেন্ট করবেন।

কক্সবাজার হোটেল বুকিং with pratibeshi

বুকিং ফর্ম

Name

কেন আগে থেকে হোটেল বুকিং করা জরুরি:

বাংলাদেশের মধ্যে কক্সবাজার এমন একটা জায়গা যেখানে সবসময় পর্যটকদের ভিড় থাকে। তাছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর আসার পর থেকে এইখানে বিভিন্ন ধরনের NGO,প্রতিষ্ঠান এইসবের কারণে শত শত লোক ও কাজ করতে আসে নানান প্রয়োজনে তারা কক্সবাজারের হোটেল বুকিং করে থাকে।

তাই কক্সবাজারে ভ্রমণ করতে আসলে আগে থেকে হোটেল বুকিং না করলে অনেক সময় হোটেল না পাওয়ার সম্ভাবনা থাকে। জার্নি করে এসে তারপর একটার পর একটা হোটেল খুঁজা তা ও ব্যাগ, লাগেজ নিয়ে এটি খুবই বিরক্তিকর ও কষ্টকর। তাই আগে থেকে হোটেল বুকিং করে রাখলে নিশ্চিন্তে থাকা যায় এবং সরাসরি হোটেলে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম ও নেয়া যায়।

কারণ journey করে কম বেশী সবাই এমনিতে ও দূর্বল হয়ে পড়ে। তাছাড়া আগে থেকে বুকিং করলে নিজের পছন্দ ও মন মতো অনুযায়ী হোটেল নিতে পারবেন। কারণ প্রতিবেশী’র মাধ্যমে যখন আপনি হোটেল বুকিং করবেন তখন আপনার সমস্ত কাজ গুলো প্রতিবেশীর মাধ্যমে করিয়ে নিতে পারবেন। আপনার জন্য উপযুক্ত হোটেল বুকিং করে দিবে প্রতিবেশী।

কক্সবাজারে হোটেলের ধরণ:

কক্সবাজারে বিভিন্ন ধরনের হোটেল রয়েছে যা বিভিন্ন জায়গায় অবস্থিত। একেক হোটেল একেক ধরনের সুযোগ সুবিধা প্রধান করে। ফলে বাজেট ও প্রয়োজন অনুযায়ী হোটেল বুকিং করতে হয়। কক্সবাজারে হোটেল বুকিং এর সময় প্রতিবেশী এইসব বিষয় গুলো খেয়াল রেখে তারপর হোটেল বুকিং করে।

লাক্সারি হোটেল: পাঁচ তারকা হোটেল যেগুলো খুবই উচ্চ মানের হয়ে থাকে। আর এই সবের বাজেট ও বেশি হয়ে থাকে।

মিড রেন্জু হোটেল: সাশ্রয়ী মূল্যে মানসম্মত হোটেল, যেগুলোর সেবা ও পরিবেশ খুবই মানসম্মত।

বাজেট হোটেল ও গেস্ট হাউস: শিক্ষার্থী ও কম বাজেটের ভ্রমণ কারীদের জন্য উপযুক্ত।

রিসোর্ট ও ভিলা: পরিবার,হাসবেন্ড ওয়াইফদের জন্য উপযোগী।

প্রতিবেশী’র মাধ্যমে কক্সবাজারে হোটেল বুকিং করলে সুবিধা:

  • সর্বপ্রথম পাবেন কক্সবাজারে ভ্রমণের সকল ধরনের পরামর্শ ও দিকনির্দেশনা।
  • ভ্রমণ শেষ হওয়ার আগ পর্যন্ত সহায়তা।
  • আপনার ও প্রিয়জনের নিরাপত্তার খেয়াল।
  • প্রয়োজন অনুযায়ী সঠিক হোটেল নির্বাচন।
  • আপনার বাজেট অনুযায়ী হোটেল।
  • ঝামেলা মুক্ত ও নিরাপদ।
  • ২৪/৭ সহায়তা।
বিষয়আমাদের মাধ্যমেঅন্যভাবে
আসল বুকিং গ্যারান্টি
বাজেট অনুযায়ী সাজেশন
২৪/৭ সাপোর্ট
ডিসকাউন্ট অফার

হোটেল বুকিং করার সময় যেসব বিষয় খেয়াল রাখি:

কক্সবাজার হোটেল বুকিং এর সময় আমরা শুধু হোটেল বুকিং করি না। বরং আপনার জায়গা থেকে ভেবে চিন্তা করে তারপর বুকিং করি।

এই জন্য আমরার সাথে আগে কথা বলে নিয়। কারণ আমরা মনে করি, আপনার সুবিধা – অসুবিধা, প্রয়োজন – চাহিদা, বাজেট, সময় এই সব বিষয় গুলো খুবই গুরুত্বপূর্ণ।

তাই আমরা নিচের বিষয় গুলো খেয়াল রেখে তারপর হোটেল বুকিং করি।

লোকেশন: আপনি কোন জায়গায় হোটেল নিতে চান, সেটা আগে দেখি,আপনি কি বীচের কাছাকাছি থাকতে চান, নাকি একটু গ্রামের দিকে নাকি শহরের দিকে।

বাজেট: শুধু লোকেশন অনুযায়ী হোটেল নিলে তো আর হবে না, আপনার বাজেট ও দেখতে হবে তাই আমরা বাজেট অনুযায়ী লোকেশন দেখে হোটেল বুকিং করি।

সুযোগ-সুবিধা: অনেকের বিভিন্ন ধরনের প্রয়োজন থাকে যেমন: সুইমিং পুল, জিম সেন্টার, গীজার এইসব বিষয় গুলো।

সিকিউরিটি: এটি অবশ্যই আমাদের আলাদা কিছু না। কারণ এটি আমাদের প্রধান লক্ষ্য। আর আমরা ঐ সব হোটেল, রিসোর্ট গুলো নিয়ে কাজ করি যাদের নিরাপত্তার ব্যবস্থা ভালো এবং আমরা স্থানীয় হিসেবে যেগুলো সম্পর্কে জানি।

সর্বপরি আমরা শুধু হোটেল বুকিং করে দিয় না। একজন প্রতিবেশী হিসেবে আপনার প্রয়োজনীয় সকল বিষয় গুলো দেখি এবং সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করি।

কক্সবাজার হোটেল বুকিং এর প্রায়শই জিজ্ঞেসা / Faq:

প্রশ্ন ১: আমি যদি নির্দিষ্ট কোনো হোটেল চাই, সেটা কি আপনারা বুক করে দিতে পারবেন?
উত্তর: হ্যাঁ, আপনি যদি হোটেলের নাম উল্লেখ করেন তাহলে আমরা সেই হোটেল বুক করার চেষ্টা করব। না পাওয়া গেলে একই ধরনের বিকল্প সাজেস্ট করব।

প্রশ্ন ২: বুকিং কনফার্ম হতে কত সময় লাগে?
উত্তর: সাধারণত ৩০ মিনিট থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে বুকিং কনফার্ম হয়ে যায়।

প্রশ্ন ৩: আমি কি বুকিং কনফার্মেশনের কাগজপত্র পাবো?
উত্তর: হ্যাঁ, বুকিং কনফার্ম হলে আপনার ইমেইল/WhatsApp-এ কনফার্মেশন রিসিপ্ট পাঠানো হবে।

প্রশ্ন ৪: পেমেন্ট কি অগ্রিম দিতে হবে?
উত্তর: বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ। তবে কিছু হোটেলের জন্য “Partial Payment” বা “Check-in এ Payment” সুবিধাও থাকে।

প্রশ্ন ৫: বুকিং ক্যানসেল করলে কি টাকা ফেরত পাবো?
উত্তর: হ্যাঁ, তবে হোটেলের ক্যানসেলেশন পলিসি অনুযায়ী রিফান্ড দেওয়া হয়। আমরা আগে থেকেই আপনাকে সেটা জানিয়ে দেব।

প্রশ্ন ৬: আপনারা কি সি-ভিউ বা বিশেষ রুমের ব্যবস্থা করতে পারেন?
উত্তর: হ্যাঁ, আপনার চাহিদা অনুযায়ী (সি-ভিউ, ফ্যামিলি রুম, হানিমুন সুইট ইত্যাদি) আমরা চেষ্টা করব ব্যবস্থা করতে।

প্রশ্ন ৭: বাজেট অনুযায়ী কি হোটেল সাজেস্ট করবেন?
উত্তর: অবশ্যই। আপনি আপনার বাজেট জানালে আমরা সেই অনুযায়ী হোটেল সাজেস্ট করব।

প্রশ্ন ৮: কক্সবাজারে কোন কোন এলাকায় হোটেল দিতে পারবেন?
উত্তর: কলাতলী, লাবণী, সুগন্ধা, হিমছড়ি, ইনানী, মেরিন ড্রাইভসহ প্রায় সব এলাকাতেই হোটেল বুকিং করিয়ে দেওয়া হয়।

প্রশ্ন ৯: আপনার মাধ্যমে বুক করলে কি আমি বেশি দাম দিব?
উত্তর: না, বরং অনেক সময় বিশেষ ডিসকাউন্ট বা অফার পাওয়া যায়।

প্রশ্ন ১০: হোটেল বুকিং ছাড়াও কি আপনারা ট্যুর প্যাকেজ দেন?
উত্তর: হ্যাঁ, চাইলে আপনি আমাদের কাছ থেকে কক্সবাজার ভ্রমণের জন্য ট্যুর গাইড, গাড়ি ভাড়া বা সম্পূর্ণ ট্যুর প্যাকেজ নিতে পারেন।

ভ্রমণ পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হোটেল বুকিং। তাই আগে থেকে যদি সঠিক ভাবে হোটেল বুকিং করা থাকে তাহলে ভ্রমণ হবে নিশ্চিন্তে, ঝামেলামুক্ত ও নিরাপদে স্মৃতিমধুর।

তাছাড়া আগে থেকে বুকিং করলে সময় ও টাকা দুটোই সাশ্রয় হয়। আর ভ্রমণের উদ্দেশ্য বাজেট ও লোকেশন অনুযায়ী হোটেল ঠিক করলে আপনার কক্সবাজার ভ্রমণ হবে মধুর ও উপভোগ্য।

আপনার কক্সবাজার ট্রিপকে ঝামেলা মুক্ত করুন।

দ্বায়িত্ব দিন প্রতিবেশীকে আপনার হয়ে বুকিং করবে আপনার ও প্রিয়জনের জন্য সেরা হোটেল।

নিরাপদ, সাশ্রয়ী ও চাহিদা অনুযায়ী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top