Best cox’s bazar trip package 2025

cox's bazar trip package
Spread the love

cox’s bazar trip golden package:

কক্সবাজার এসে পৌঁছানোর সাথে সাথে আপনাকে রিসিভ করে হোটেলে নিয়ে যাওয়া হবে।

এরপর ফ্রেশ হয়ে নাস্তা করে বীচ এর দিকে যাবো। বীচে ঘুরাঘুরি বা গোসল শেষে দুপুরের খাবার।

তারপর বিকেলের সূর্যাস্ত উপভোগ

তারপর সন্ধ্যার নাস্তা খেয়ে আবারও বীচ ভিউ উপভোগ করতে পারবেন।

এরপর রাতের ভাত খেয়ে মন চাইলে রাতের বীচের সৌন্দর্য উপভোগ করে হোটেলে গিয়ে ঘুমাবেন।

পরের দিন সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তা

এরপর মেরিন ড্রাইভ রোড দিয়ে ইনানী/হিমছড়ি যাবো।

এর পর সন্ধ্যার নাস্তা করে চাইলে কেনা কাটা করতে পারবেন।

তারপর রাতের খাবার খেয়ে বীচের রাতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং সময় হলে হোটেলে ঘুমাতে যাবেন।

পরের দিন সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তা খেয়ে হোটেল চেক আউট করে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিবো।

cox's bazar trip package
cox’s bazar trip package

cox’s bazar trip package মধ্যে যা যা থাকবে:

১) সকাল,দুপুর,রাত মোট ০৯ বেলা খাবার + পানি।

২) ০৫ টি আলাদা আলাদা বীচ পয়েন্ট।

৩) কক্সবাজারে সকল ট্রান্সপোর্ট খরচ।

৪) ০২ দিনের হোটেল ভাড়া।

৫) বীচের সকল সীট ভাড়া।

৬) ১৪/১৫ ঘন্টা গাইড।

যা যা থাকবে না:

১) আপনার ব্যক্তিগত কোন খরচ বা কেনাকাটার খরচ।

কক্সবাজারে যখন ঘুরতে আসবেন তখন আপনি আমাদের আত্মীয় বা প্রতিবেশী হিসেবে আসবেন

তাই আপনার সকল প্রয়োজন অনুযায়ী আমরা একজন প্রতিবেশী হিসেবে আপনাকে সহায়তা করে যাবো।

বিশেষ করে আপনার নিরপত্তা ও আপনার টাকা পয়সা সাশ্রয়ীর বিষয়টা।

তাছাড়া আপনি যদি চান যে আপনি আপনার মন মতো করে উপভোগ করতে চাচ্ছেন আর সেটার জন্য আমাদের যদি কোন পরামর্শ বা সহায়তা লাগে তা ও করবো।

যেহেতু আমরা কক্সবাজারের স্থানীয় তাই সে হিসেবে আপনার বিষয় গুলো ও একজন স্থানীয় হিসেবে আপনি করতে পারবেন।

ভ্রমণের পুরো সময় ধরে প্রতিবেশী হিসেবে আপনার সাথে আমাদের টিমের সদস্য থাকবে

তাই আপনার নিরাপত্তা + কোন কিছু কিনতে গেলে দাম বেশী না নেয়ার বিষয়ে টেনশন ছাড়া থাকতে পারবেন।

কারণ আপনি একজন প্রতিবেশী

Booking করতে এক্ষুনি যোগাযোগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *