About us

About us

প্রতিবেশী – আমাদের সম্পর্কে

আমরা বিশ্বাস করি জীবনকে সহজ করা মানেই মানুষকে সুখী করা। এই বিশ্বাস থেকেই জন্ম হয়েছে প্রতিবেশী

নামের মতোই আমরা আছি আপনার সবচেয়ে কাছের সহায়ক হিসেবে যেন আপনার পাশের বাড়ির একজন বন্ধু, যাকে যেকোনো প্রয়োজনে ডাকলেই পাওয়া যায়।

আজকের ব্যস্ত জীবনে প্রতিদিনের কাজ, প্রয়োজনীয় সেবা, বা ভ্রমণের পরিকল্পনা সবকিছুর জন্য আলাদা আলাদা জায়গায় দৌড়াদৌড়ি করা অনেক সময় ঝামেলার হয়ে যায়। প্রতিবেশী সেই ঝামেলাকে দূর করে এক ছাদের নিচে সব গুরুত্বপূর্ণ সেবা আপনাকে পৌঁছে দেয়, যাতে আপনার সময়, পরিশ্রম এবং অর্থ সবই সাশ্রয় হয়।

প্রতিবেশী শুধু কাজ করে না, এমন ভাবে কাজ গুলো করার চেষ্টা করে যাতে আপনি খুশী হন, আপনার মন মতো করে কাজটি করার চেষ্টা করে শতভাগ। যেখানে বিশ্বাস, সততা, আন্তরিকতা, মানবিকতা এইসবই বেশী গুরুত্বপূর্ণ।

আমাদের সেবা সমূহ

প্রতিবেশী আপনার দৈনন্দিন চাহিদা ও বিশেষ প্রয়োজনের কথা মাথায় রেখে বিভিন্ন সেবা প্রদান করে থাকে।

১. ট্যুরস অ্যান্ড ট্রাভেলস

দেশীয় বা আন্তর্জাতিক ভ্রমণ—আপনার যাত্রাকে আনন্দময় ও ঝামেলাহীন করতে আমরা আছি সর্বদা। কক্সবাজার থেকে শুরু করে সারা বাংলাদেশের পর্যটন স্পট, কিংবা বিদেশ ভ্রমণের প্যাকেজ সবই আমরা আপনার চাহিদা ও বাজেট অনুযায়ী সাজিয়ে দিই। ভ্রমণ পরিকল্পনা, হোটেল বুকিং, গাইড সার্ভিস সবকিছু আমাদের হাতে ছেড়ে দিন, আর আপনি শুধু উপভোগ করুন যাত্রা।

২. রেন্ট-এ-কার

যাত্রা হোক ব্যক্তিগত বা ব্যবসায়িক, আমাদের রেন্ট-এ-কার সার্ভিস দিয়ে আপনি পেতে পারেন সাশ্রয়ী ও নির্ভরযোগ্য পরিবহন। সেডান, মাইক্রোবাস, অথবা লাক্সারি গাড়ি—আপনার প্রয়োজন অনুযায়ী গাড়ি ভাড়া নিতে পারবেন ঘণ্টা, দিন বা সপ্তাহ ভিত্তিতে।

৩. পরামর্শ সেবা (Consultancy)

ব্যক্তিগত, ব্যবসায়িক বা প্রফেশনাল যেকোনো পরামর্শ প্রয়োজন হলে আমরা আছি আপনার পাশে। আমাদের অভিজ্ঞ টিম ব্যবসা শুরু থেকে মার্কেটিং পরিকল্পনা, ভ্রমণ সংক্রান্ত টিপস, বা ব্যক্তিগত ক্যারিয়ার গাইডেন্স সবকিছুতেই সঠিক দিকনির্দেশনা দেয়।

৪. ডিজিটাল মার্কেটিং

আপনার ব্যবসাকে অনলাইনে সফলভাবে তুলে ধরতে আমরা অফার করি সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিং সেবা। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ফেসবুক/গুগল বিজ্ঞাপন, এসইও, কনটেন্ট ক্রিয়েশন—সবকিছুই আমাদের অভিজ্ঞ টিমের হাতে। আমরা শুধু প্রচার করি না, আপনার ব্র্যান্ডকে মানুষের মনে স্থান করে দিতে কাজ করি।

আমাদের মিশন

আমাদের মিশন খুব সহজ এক ছাদের নিচে মানুষের সব গুরুত্বপূর্ণ সেবা পৌঁছে দেওয়া, যাতে জীবন হয় সহজ, সময় সাশ্রয় হয়, আর মানুষ পায় নির্ভরযোগ্য সহায়ক”। আমরা শুধু সেবা প্রদান করি না, আমরা সম্পর্ক গড়ি।

আমাদের ভিশন

আমাদের স্বপ্ন প্রতিবেশী-কে দেশের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত মাল্টি-সার্ভিস প্ল্যাটফর্মে পরিণত করা, যাতে বাংলাদেশের যেকোনো প্রান্তে বসে মানুষ সহজেই সব প্রয়োজনীয় সেবা পেতে পারে ঠিক যেমন পাশের বাড়ির একজন ভালো প্রতিবেশীর কাছ থেকে সাহায্য পাওয়া যায়।

আমাদের মূল মূল্যবোধ

  • বিশ্বাস: গ্রাহকের আস্থা আমাদের সবচেয়ে বড় সম্পদ।
  • নির্ভরযোগ্যতা: সময়মতো, সঠিকভাবে এবং মান বজায় রেখে সেবা দেওয়া।
  • সুবিধা: এক জায়গায় সব সেবা, যাতে গ্রাহকের সময় ও পরিশ্রম বাঁচে।
  • মানবিকতা: ব্যবসার সাথে সাথে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের উদ্দেশ্য।

কেন প্রতিবেশী বেছে নেবেন?

  1. এক প্ল্যাটফর্মে সব সেবা – আলাদা আলাদা জায়গায় খোঁজার ঝামেলা নেই।
  2. অভিজ্ঞ টিম – প্রতিটি ক্ষেত্রে দক্ষ ও পেশাদার কর্মী।
  3. সাশ্রয়ী মূল্য – আপনার বাজেট অনুযায়ী সেবা।
  4. ২৪/৭ সহায়তা – যেকোনো সময়, যেকোনো প্রশ্নে পাশে আছি।
  5. গ্রাহকের সন্তুষ্টি গ্যারান্টি – আপনার হাসিই আমাদের সফলতা।

আমাদের যাত্রা

প্রতিবেশী-এর যাত্রা শুরু হয়েছিল একটি সহজ ভাবনা থেকে মানুষের সময় ও ঝামেলা কমিয়ে, সব সেবা এক জায়গায় আনা। শুরুতে কয়েকটি সেবা দিয়ে যাত্রা শুরু করলেও, গ্রাহকদের ভালোবাসা ও চাহিদার কারণে আজ আমরা ট্যুরস অ্যান্ড ট্রাভেল, রেন্ট-এ-কার, পরামর্শ সেবা, ডিজিটাল মার্কেটিং এবং বিজ্ঞাপনসহ নানা সেবা একত্রিত করেছি।

আমাদের প্রতিশ্রুতি

আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, প্রতিবারই আপনি আমাদের কাছ থেকে পাবেন—

  • সঠিক তথ্য
  • দ্রুত সাড়া
  • মানসম্মত সেবা
  • আন্তরিক আচরণ

আপনার জীবনকে সহজ করতে আমরা সর্বদা প্রস্তুত।

Welcome to Pratibeshi: Your Reliable Neighbor

At Pratibeshi, we believe in the power of community and the strength of neighborly support. Our name, derived from the Nepali word for “neighbor,” reflects our commitment to standing by each other in times of need.

Founded with a vision of fostering connections and solidarity, Pratibeshi is more than just a platform – it’s a testament to the values of compassion, empathy, and mutual assistance. Whether you’re facing a challenge, seeking assistance, or simply looking to connect with like-minded individuals, Pratibeshi is here to lend a helping hand.

Our community is built on the principles of trust, reciprocity, and respect. We understand the importance of coming together, sharing resources, and offering support to those in our midst. Through our platform, we aim to facilitate meaningful connections, foster friendships, and create a network of support that transcends boundaries.

Join us on this journey of solidarity and camaraderie. Together, let’s build a community where everyone feels valued, supported, and empowered to make a positive difference in each other’s lives.

Thank you for being a part of the Pratibeshi community.

Warm regards,

Ripon Rik

Pratibeshi Team

Scroll to Top